নেহরু যুব কেন্দ্রের উদ্যোগে বারসাতে যুব উৎসব
নিজস্ব সংবাদদাতা ,বারাসাত :
কেন্দ্রীয় সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উত্তর চব্বিশ পরগনা জেলা নেহরু যুব কেন্দ্র এর উদ্যোগে ৩০শে নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে বারাসাত ব্রেনওয়ার ইউনিভার্সিটি ক্যাম্পাসে যুব উৎসব। আজ যুব উৎসব নিয়ে নেহরু যুব কেন্দ্র বারাসাতের অফিসে একটি সাংবাদিক বৈঠক আয়োজিত হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নেহরু যুব কেন্দ্রের ডেপুটি ডাইরেক্টর দেব কুমার চ্যাটার্জী, নেহরু যুব কেন্দ্রের হিসাব রক্ষক প্রদীপ চক্রবর্তী, ব্রেইনওয়ারের ডিন ড: অনুপ কুমার মাইতি এবং প্রোগ্রাম কোঅডিনেটর মাধব ব্যানার্জী। এই সাংবাদিক সম্মেলনে নেহরু যুব কেন্দ্রের ডেপুটি ডিরেক্টর দেব কুমার চ্যাটার্জী জানালেন, উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন ব্লকের ১৫ থেকে ২৯ বছরের যুবক যুবতীরা এই উৎসবে অংশ গ্রহণ করতে পারবেন। বিভিন্ন রকম ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা যুব উৎসবে থাকবে। বিজ্ঞান মেলা প্রদর্শনী, ফটোগ্রাফি ওয়ার্কশপ, বক্তৃতা প্রতিযোগিতা, সংস্কৃতিক উৎসব এই যুব উৎসবের অঙ্গ হিসেবে থাকবে। নগদ অর্থে সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হবে। বিজয়ী প্রতিযোগীরা জাতীয় স্তরে অংশ গ্রহণ করার সুযোগ পাবেন।
বারাসাত ব্রেইনওয়ার ইউনিভার্সিটি ক্যাম্পাসে ৩০ শে নভেম্বর সকাল ৯টা থেকে যুব উৎসব শুরু হবে। ভারতের যুবসমাজের উন্নয়ন ও যুবক যুবতীদের প্রতিভা বিকাশ ঘটানোই এই যুব উৎসবের মূল উদ্দেশ্য।