নেহরু যুব কেন্দ্রের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
নিজস্ব সংবাদদাতা,বারাসাত : উ: ২৪ পরগনা নেহরু যুব কেন্দ্রের উদ্যোগে বারাসাত রামকৃষ্ণপুরে আজ বিশ্ব পরিবেশ দিবস পালিত হল। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে গাছ বাঁচাতে এই দপ্তরের পক্ষ থেকে একটি পদযাত্রা এবং বৃক্ষরোপণ করা হয় যুবক – যুবতীদের নিয়ে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেহরু যুব কেন্দ্রের ডেপুটি ডিরেক্টর দেবকুমার চ্যাটার্জী সহ বিশিষ্টজনেরা।
বিশ্বায়নের যুগে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরী,তাই গাছ লাগাতে হবে পরিবেশ বাঁচাতে এমনটাই বার্তা দেওয়া হয় উত্তর চব্বিশ পরগণা নেহরু যুব কেন্দ্রের আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে। এদিন বারাসাত রামকৃষ্ণপুর এলাকায় বিভিন্ন ধরনের ফল এবং ঔষধি গাছের চারা প্রায় ৫০০ টি রোপণ করা হয় বলে জানিয়েছেন দেবকুমার বাবু। মোট ৫৫ জন যুবক যুবতী বারসাতে আয়োজিত বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে অংশ নেয়।
গ্লোবাল ওয়ার্মিংয়ের যুগে বৃক্ষরোপণ করা প্রয়োজনীয় তাই পরিবেশকে সুস্থ রাখতে গাছ লাগাতে হবে এমনটাই জানান নেহরু যুব কেন্দ্রের ডেপুটি ডিরেক্টর দেবকুমার চ্যাটার্জী। এরই সাথে বিশ্ব পরিবেশ দিবস নিয়ে একটি সেমিনারেরও আয়োজন করা হয়।