অস্কারের দৌড়ে কে এগিয়ে ভিকির সর্দার উধম না বিদ্যার শেরনি
নিউজ ডেস্ক : ভিকি কৌশল অভিনীত ‘সর্দার উধম’ ও বিদ্যা বালনের ‘শেরনি’ ছবি। সূত্রের খবর এবার অস্কারের দৌড়ে জায়গা করে নিল এই দুই ছবি। ২০২২ সালের অস্কারে ভারতের তরফ থেকে অফিসিয়াল এন্ট্রি হিসেবে ১৪ টি ছবি রয়েছে এই দুই ছবিও। কলকাতায় চলেছে এই বাছাই পর্ব। তামিল ছবি ‘মান্দেলা’ ও মালায়লি ছবি ‘নয়াট্টু’ও। ১৫ জন বিচারক মিলে চলছে বাছাই পর্ব। নানা ভাষার ১৪ টি ছবি দেখার পর ১ টি ছবিই ভারতের তরফ থেকে পাঠানো হবে অস্কারে।
করোনা আবহের কারণে ‘সর্দার উধম’ ও ‘শেরনি’ এই দুই ছবিই মুক্তি পেয়েছে ওটিটিতে। তবে ওটিটিতে মুক্তি পেলেও, দর্শকরা বেশ উচ্ছ্বসিত এই দুই ছবি দেখে। বিদ্যা বালন অভিনীত ‘শেরনি’ ছবি বাঘ সংরক্ষণ, রাজনীতি প্রেক্ষাপটে তৈরি হয়েছে। অন্যদিকে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডকে প্রেক্ষাপট করে ইতিহাসে উপেক্ষিত বিপ্লবী উধম সিংয়ের গল্প বলে পরিচালক সুজিত সরকারের ছবি ‘সর্দার উধম’। এই ছবি নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে বলিউডে। সর্দার উধমের চরিত্রে ভিকি কৌশলের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সবাই।