ভক্তদের জন্য স্নানযাত্রার দিনই কি খুলছে দক্ষিণেশ্বর, খুললে কি কি বিধিনিষেদ মানতে হবে !
নিউজ ডেস্ক : ফের খুলছে দক্ষিণেশ্বর মন্দিরের দরজা। মন্দিরে প্রবেশের ক্ষেত্রে ভক্তদের কোভিড সম্পর্কিত সমস্ত বিধিনিষেধ মানতে হবে। পরতে হবে মাস্ক। মানতে হবে দূরত্ববিধিও। করোনার বাড়বাড়ন্তের ফলে গত ১৫ মে থেকে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের প্রবেশ নিষেধ হয়ে যায়। সূত্রের খবর , বৃহস্পতিবার জগন্নাথ দেবের স্নানযাত্রা। ওইদিনই খুলবে দক্ষিণেশ্বর মন্দিরের দরজা। সূত্রের খবর, আপাতত সকাল সাতটা থেকে বেলা এগারোটা পর্যন্ত খুলবে মন্দির। তারপর আবার দুপুর তিনটের সময়ও ভক্তদের মন্দিরে ঢুকতে দেওয়া হবে। সন্ধ্যারতির পরই অবশ্য মন্দিরের মূল দরজা বন্ধ করে দেওয়া হবে। করোনার কথা মাথায় রেখে মূল মন্দিরে একসঙ্গে ২০ জনের বেশি কাউকে পুজো দিতে ঢুকতে দেওয়া হবে না। এছাড়াও থাকবে থার্মাল চেকিংয়ের বন্দোবস্ত। মন্দির চত্বরে কাউকে ভিড় জমাতে দেওয়া হবে না। তবে এখনও বেলুড় মঠ খোলার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
তবে যথাযথ কোভিড বিধি মেনেই হবে মা কালীর আরাধনা। মাস্ক ছাড়া প্রবেশ নিষিদ্ধ। শারীরিক দূরত্ব মেনে পুজোর লাইনে দাঁড়াতে হবে। তার আগে গত ৩ জুন থেকে খুলেছে তারকেশ্বর মন্দিরের দরজাও। ভক্তদের প্রবেশের সময়সীমাও বর্তমানে কিছুটা বাড়ানো হয়েছে। এখন সকাল ৬টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত মন্দিরে প্রবেশ করতে পারবেন ভক্তরা। তবে গর্ভগৃহে ভক্তরা প্রবেশ করতে পারবেন না। তাঁদের মাস্ক (Mask) পরে শারীরিক দূরত্ব বজায় রেখে চোঙের মাধ্যমে শিবের মাথায় জল ঢালতে হবে।