বাজলো ছুটির ঘণ্টা
নিজস্ব সংবাদদাতা : প্রবল গরমের কারণে আগামী ২৬ জুন পর্যন্ত বিদ্যালয়ের গরমের ছুটি বাড়ানো হলো। গরমের ছুটি নিয়ে বিজ্ঞপ্তি আজ প্রকাশ করে স্কুল শিক্ষা দফতর। সম্প্রতি গরম ও আর্দ্রতার কারণে রাজ্যে একাধিক মৃত্যু সেই পরিস্থিতির কথা বিবেচনা করেই সিদ্ধান্ত কর্তৃপক্ষের এমনটা জানা গেছে। পড়ুয়াদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত জানালো রাজ্যে সরকার।
জেনে রাখা দরকার দার্জিলিং ও কালিম্পং ছাড়া রাজ্যের সব জেলার জন্য জারি এই নির্দেশিকা। এর আগে ১ মে থেকে ১৫ জুন পর্যন্ত গরমের ছুটি দেওয়া হয়েছিল। তারপরে, সোমবার ফের সেই ছুটির সময়সীমা বাড়ানো হল। এবার আরও ১১ দিন ছুটি বাড়িয়ে ২৬ জুন পর্যন্ত রাজ্যের স্কুলে গরমের ছুটি থাকবে। নতুন নির্দেশিকা না আসা পর্যন্ত বলবৎ থাকবে এই নির্দেশ। এই নির্দেশিকাই শেষ পর্যন্ত থাকলে ২৭ জুন, সোমবার খুলতে পারে স্কুল। বেসরকারি স্কুলের ক্ষেত্রেও ওই স্কুলগুলির কর্তৃপক্ষের কাছেও পাঠানো হয়েছে। বেসরকারি স্কুলগুলিও এই সিদ্ধান্ত মেনে নিক, সেই আর্জি জানানো হয়েছে বলে সূত্রের খবর।
ছবি – সংগৃহীত।