এনজিও কথা

পথ চলা শুরু করল ওয়েস্ট বেঙ্গল এন জি ও নেটওয়ার্ক

২ জুন, বারাসাত: ২ জুন২০২১ আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গের ছোট ছোট সামাজিক সংগঠনগুলিকে একত্রিত করতে পথ চলা শুরু করল ওয়েস্ট বেঙ্গল এন জি ও নেটওয়ার্ক । নেটওয়ার্কটি ভারতীয় জন সেবা মিশনের পৃষ্ঠপোষকতায় গড়ে উঠলেও তা স্বাধীনভাবে পথ চলবে। এই নেটওয়ার্কটিতে পৃষ্ঠপোষক, পরামর্শদাতা, পরিচালক হিসাবে যুক্ত থাকছেন রাজ্য ও দেশের স্বনামধন্য পেশাদার দক্ষ ব্যক্তিরা ।

নেটওয়ার্কটির আহ্বায়ক সম্রাট চট্টোপাধ্যায় জানালেন, ভবিষ্যতে আন্তর্জাতিক বহুমুখী দক্ষতাসম্পন্ন ব্যক্তিরা এর সাথে যুক্ত থাকবেন ।ভারতীয় জনসেবা মিশনের বারাসাতের অফিস থেকেই আপাতত নেটওয়ার্কটির কাজ চলবে। সম্রাট বাবু বলেন, এ নেটওয়ার্কটি একটি দৃষ্টান্ত হতে চলেছে যা সারা দেশকে পথ দেখাবে ।

নতুন, ক্ষুদ্র, অদক্ষ, পিছিয়ে পড়া সংগঠনগুলির সমস্যা ও সম্ভাবনার কথা সংঘবদ্ধভাবে তুলে ধরবে এই নেটওয়ার্ক।জনস্বার্থে রাজ্য / কেন্দ্রের flagship প্রোগ্রামগুলি তুলে ধরবে এই নেটওয়ার্ক । এদিন নেটওয়ার্কের অফিশিয়াল ওয়েবসাইট :www.westbengalngonetwork.in এর উদ্বোধন হয় ও westbengalngonetwork নামে একটি ফেসবুকপেইজ খোলা হয়। সদস্য গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে ।

একক সমাজসেবী বন্ধুরাও এখানে যুক্ত হতে পারেন ।যোগাযোগ:৭৬৮৫০৬০৭৬৫(রবিবার বাদে,বেলা একটা থেকে সন্ধ্যা সাতটা)।