বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এর জেরে প্রবল নিম্নচাপে ঝড়-বৃষ্টির ভ্রূকুটি বঙ্গে
নিজস্ব সংবাদদাতা : ফের বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। তবে পরবর্তীকালে সেই ঘূর্ণাবর্ত রূপান্তরিত হবে নিম্নচাপে। আগামী ৪ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি হবে বলে জানালো হওয়া অফিস। ৩ ও ৪ তারিখ এই ঝড়বৃষ্টির পরিমাণ খানিকটা বাড়বে। ৫ তারিখের পর থেকে আবার দিনের তাপমাত্রা বাড়বে। তবে কলকাতাতে ৪০ ডিগ্রি তাপমাত্রা উঠবে না বলে সূত্রের খবর। ৬ মে দক্ষিণ -মধ্য বঙ্গোপসাগর একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। ৮ তারিখ এই ঘূর্ণাবর্ত নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এমনটাই আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর।
আজ থেকে ৪ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃ্ষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ৫ তারিখ থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। তবে কলকাতায় হিটওয়েভের মতো গরম আপাতত পড়ছে না। বৈশাখের দাবদাহের থেকে কিছুটা স্বস্তি মিলেছে বাংলায়। ঝোড়ো হাওয়া, বৃষ্টিতে গরমের প্রকোপ কমেছে অনেকটাই। আর্দ্রতার বাড়বাড়ন্ত না থাকায় কিছুটা আরামেই দিন কাটবে রাজ্যবাসীর এমনটা জানা গেছে।
৪ মে পর্যন্ত জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ ও দমকা ঝোড়ো হাওয়া সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং-সহ পার্বত্য জেলায় আজ ও কাল বৃষ্টির পরিমাণও বাড়বে বলে জানা গেছে।