Headlines

উ: ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া হতে পারে : হওয়া অফিস

নিজস্ব সংবাদদাতা : আজ উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হওয়া অফিস। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে। অন্যদিকে, রবিবার রাজ্যের প্রায় সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝড় হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি এবং কোচবিহার এই পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই ছয় জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শিলাবৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার কারণে উত্তরবঙ্গের চা বাগান এবং উত্তর ও দক্ষিণবঙ্গের আমবাগানের ক্ষতি হতে পারে। আলু চাষীদের ক্ষতি হতে পারে। এছাড়াও সবজি চাষে ক্ষতি হওয়ার আশঙ্কা।কলকাতায় আজ দিনভর মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও ও মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকের ৮ ডিগ্রী নিচে নেমে গেছে।

জেনে রাখা দরকার কলকাতায় আজ দিনভর মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও ও মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকের ৮ ডিগ্রী নিচে নেমে গেছে। 

ভ্যাপসা গরমের মধ্যেই কিছুটা স্বস্তি রাজ্যজুড়ে। তবে আরও কয়েকদিন এই ঝড়-বৃষ্টি চলবে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। ঝড়-বৃষ্টি চলবে আগামী সোমবার পর্যন্ত এমনটা আবহাওয়া অফিস সূত্রে খবর।