Breaking News

আগামীকাল থেকেই রাজ্যে বাড়বে গরম

নিজস্ব সংবাদদাতা : আগামীকাল থেকেই রাজ্যে বাড়বে গরম জানালো হওয়া অফিস। প্রায় ৬ থেকে ৭ জেলায় স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি উঁচুতে থাকতে পারে পারদ। কলকাতার পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি। ১০ থেকে ১৫ এপ্রিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, মালদা, দক্ষিণ দিনাজপুরে হতে পারে তাপপ্রবাহ এমনটা জানা গেছে। 

জেনে রাখা দরকার আগামী ৫ দিন বৃষ্টির সম্ভাবনা নেই। উল্টে তাপদাহে পুড়বে বাংলা। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী সপ্তাহের শুরু থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলা, উপকূল সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে।

কলকাতায় আজ মূলত পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা ক্রমশ বাড়বে। জলীয় বাষ্প থাকায় বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। 

বাঁকুড়া পুরুলিয়া থেকে ঝাড়গ্রাম সব জেলাতেই তীব্র তাপে নাজেহাল সাধারণ মানুষ। শিলিগুড়ি, মালদা, পশ্চিম বর্ধমান একটু বৃষ্টির জন্য আকাশের দিকে তাকিয়ে সব জেলার মানুষ। একই ছবি দেখাযাবে বোলপুর,দুর্গাপুরের। হাঁসফাঁস গরমে গলদঘর্ম সাধারণ মানুষ। আবহাওয়া দফতর জানিয়েছে রবিবার দার্জিলিং-এ হালকা বৃষ্টি হতে পারে ।