হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে,ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে
নিজস্ব সংবাদদাতা : দক্ষিণবঙ্গে আজ থেকে কমবে বৃষ্টি। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের পাঁচ থেকে সাত জেলাতে। রবিবার উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। আগামী সপ্তাহে তৈরি হতে পারে নিম্নচাপ এমনটা জানিয়েছে হাওয়া অফিস তখন ফের ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গে।
জেনে রাখা দরকার দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তাপমাত্রা ক্রমশ বাড়বে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এমনটা জানিয়েছে হাওয়া অফিস। আজও কাল ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা এবং দিনাজপুরে। বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে রবিবার ১৮ই সেপ্টেম্বর। উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে এই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। পরবর্তী ৪৮ ঘণ্টায় শক্তি বাড়িয়ে এটি নিম্নচাপে পরিণত হতে পারে উত্তর বঙ্গোপসাগর এলাকায় এমনটা সূত্রের খবর।