Breaking NewsHeadlinesকলকাতাশহর

আবহাওয়ার পূর্বাভাসে – মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি !

নিউজ ডেস্ক : সোমবার উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সূত্রের খবর, যার জেরে এদিন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে এবং মঙ্গলবার বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। যার জেরে মৎস্যজীবীদের উদ্দেশেও সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে আগামী কয়েকদিন গরম কমতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস (weather office)।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৮ সেপ্টেম্বর বুধবার সকালের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘন্টায় দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, তারপর থেকে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।