Headlines

প্রয়াত সাংবাদিক বিনোদ দুয়া

নিজস্ব সংবাদদাতা :

প্রয়াত হলেন প্রবীণ সাংবাদিক বিনোদ দুয়া। মৃত্যুকালে বিনোদ দুয়ার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বিনোদ দুয়ার মেয়ে মল্লিকা দুয়া, ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে এই মৃত্যু জানিয়েছেন। কয়েকদিন আগে বিনোদ দুয়ার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে, তারপর তার মেয়ে তা অস্বীকার করেছিলেন।

লোধি শ্মশানে প্রখ্যাত সাংবাদিককের শেষকৃত্য সম্পন্ন হবে। সোশ্যাল মিডিয়া পোস্টে তাঁর কন্যা মল্লিকা দুয়া লিখেছেন, আমার নির্লিপ্ত, নির্ভীক এবং অসাধারণ বাবা বিনোদ দুয়া পরলোক গমন করলেন। মল্লিকা দুয়া লিখেছেন, তিনি আমাদের মায়ের সঙ্গে স্বর্গে রয়েছেন।

জেনে রাখা ভালো করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমিত হয়ে বিনোদ দুয়া ও তাঁর স্ত্রী হাসপাতালে ভর্তি করা হয়। সাংবাদিক বিনোদ দুয়া ৭ জুন সুস্থ হয়ে ঘরে ফেরেন। তবে, তার স্ত্রী গত ১২ জুন মারা যান।

১৯৯৬ সালে তিনি প্রথম ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক যিনি রামনাথ গোয়েঙ্কা পুরস্কারে ভূষিত হন। সাংবাদিকতার জন্য তিনি ২০০৮ সালে পদ্মশ্রী পুরস্কারেও ভূষিত হন। বিনোদ দুয়া নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন। তিনি দূরদর্শন এবং এনডিটিভিতে কাজ করেছেন।

প্রখ্যাত প্রবীন সাংবাদিক বিনোদ দুয়ার অকাল প্রয়াণে সাংবাদিক জগতে শোকের ছায়া নেমে এসেছে।

ছবি – সংগৃহীত।