জয়ী বারাসাত ছান্দিক ডান্স অ্যাকাডেমির কন্যা অপর্ণা
নিজস্ব সংবাদদাতা,বারাসাত : সম্প্রতি “অপেরা মিস এন্ড মিসেস ইন্ডিয়া গ্লোবাল ২০২১, সিজন-৪” অনুষ্ঠানটি দিল্লীর আগ্রাতে অনুষ্ঠিত হলো। উল্লেখ্য করোনা পরিস্থিতি জন্য এবারের অডিশনটি অনলাইন হয়েছিল। এবারে কলকাতা থেকে অডিশন দিয়ে ছান্দিক কন্যা মিসেস অপর্ণা ফাইনালিস্ট হিসেবে মনোনীত হয়েছিলেন। সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে এবং অবশ্যই তার ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে অপর্ণা এই বিরল কৃতিত্ব অর্জন করলেন।বারাসাত ছান্দিক ডান্স একাডেমির কর্ণধার নৃত্যগুরু প্রসূন বন্দ্যোপাধ্যায় এর অক্লান্ত পরিশ্রমে ধীরে ধীরে নিজের প্রতিভা বৃদ্ধি করেছেন অর্পণা। সাধারণত এমন প্রতিযোগিতায় গ্রুমিং একটি বিশেষ বিষয় হয়ে দাঁড়ায়। বারাসাতের ২৬ বছরের ঐতিহ্য বহনকারী ছান্দিক নৃত্য শেখানোর পাশাপাশি গ্রুমিংকে কেউ সমান প্রাধান্য দিয়ে এসেছে। অপর্ণার এই জয় প্রসূনের সেই সৃজনশীলতাই দেশের কাছে প্রতিষ্ঠা পেলো।