উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন
নিউজ ডেস্ক : যাবতীয় জল্পনা-কল্পনার অবসান। সূত্রের খবর ভবানীপুরে উপনির্বাচনের দিন ঘোষণা করে দিল নির্বাচন কমিশন (Election Commission)। একই সঙ্গে ভোট হবে সাধারণ নির্বাচনে বাদ থাকা মুর্শিদাবাদের দুই কেন্দ্র জঙ্গিপুর এবং সমশেরগঞ্জেও। আগামী ৩০ সেপ্টেম্বর অর্থাৎ পুজোর আগেই রাজ্যের এই ৩ কেন্দ্রে ভোটগ্রহণ। ফল ঘোষণা আগামী ৩ অক্টোবর।
শনিবার বিবৃতি দিয়ে কমিশনের তরফে জানানো হয়েছে, ভবানীপুর-সহ রাজ্যের ৩ কেন্দ্রের নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হতে আগামী ৬ সেপ্টেম্বর। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ সেপ্টেম্বর।মনোনয়ন পত্র প্রত্যাহার করার শেষদিন ১৬ সেপ্টেম্বর। ভোটগ্রহণ হবে ৩০ সেপ্টেম্বর। এবং ৩ অক্টোবর ফলপ্রকাশ।
উপনির্বাচন নিয়ে ৩১ আগস্ট পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের কাছে মতামত জানতে চেয়েছিল কমিশন (Election Commission)। সেই মতো বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের মতামত জানিয়েছে। ইতিমধ্যেই ভোট নিয়ে রাজ্য প্রশাসন এবং রাজ্যের নির্বাচন কমিশনের কর্তাদের সঙ্গে বৈঠক করেছে কমিশন। রাজ্যের প্রশাসনিক কর্তারা নির্বাচন কমিশনের কাছে কেন্দ্র ধরে ধরে করোনার পরিসংখ্যান তুলে ধরেছে। সেই সঙ্গে কমিশনকে রাজ্যের মুখ্যসচিব আলাদা করে চিঠি লিখে জানিয়ে দেন, রাজ্য প্রশাসন পুজোর ছুটির আগেই উপনির্বাচনের পক্ষে। রাজ্যের প্রস্তাব এবং করোনা পরিসংখ্যান খতিয়ে দেখেই আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে বিধানসভা নির্বাচনের সময় মুর্শিদাবাদের যে দুটি কেন্দ্রে ভোট করানো যায়নি, সেই কেন্দ্রগুলিতেও ভোটগ্রহণ হবে ৩০ সেপ্টেম্বরই।