মুখ্যমন্ত্রীর ডাকা বিজয়া সম্মিলনীতে ডাক না পেয়ে বিস্ফোরক তাপস চ্যাটার্জী
নিজস্ব সংবাদদাতা : ইকো পার্কে মুখ্যমন্ত্রীর ডাকা বিজয়া সম্মিলনীতে ডাক না পেয়ে বিস্ফোরক বিধায়ক তাপস চ্যাটার্জী । নাম না করে তাপসের নিশানায় সব্যসাচী দত্ত । দলে দুটি শ্রেণি, বাবু ও চাকর। চাকরেরা ডাক পান না। ২০২১-এর নির্বাচনে যাঁরা মুখ্যমন্ত্রীকে গালাগাল করেছিলেন, তাঁরা আমন্ত্রিত থাকেন, মন্তব্য রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চ্যাটার্জী।
জেনে রাখা ভালো এদিন তাপস চ্যাটার্জী বলেন, “দলে বাবু ও চাকরের মধ্যে আমরা বোধহয় দ্বিতীয় শ্রেণীভুক্ত। হয়ত ভাল গান গাইতে পারি না বা নাচতে পারি না, তাই আমন্ত্রণ মেলে না। হয়ত নেত্রীকে ভাল গালিগালাজ করতে পারি না, তাই ডাক পাই না। যাঁরা ২০২১-এ বলেছেন বেগম মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁরা আমন্ত্রিত থাকেন। যাঁরা বলেছিলেন আর তো মাত্র কটা দিন, তাঁরা আমন্ত্রণ পানয জানি না আমন্ত্রণ পেতে গেলে দেখতে সুন্দর হতে হয় কিনা! দিনরাত পরিশ্রম করা অপরাধ কিনা জানি না। আমার ধারনা আমার কর্মকাণ্ড চাপা দেওয়ার জন্য কেউ একজন চক্রান্ত করছেন। সুযোগ হলে দিদিকে বলব যে, শুধু একজনকে চাইলে হয় না। যাঁরা দিনরাত পরিশ্রম করে, তাঁদেরও মূল্যায়ন করুন।’’ তাঁর কথায়, “আমি সিপিএম থেকে এসেছি বলে হয়ত, বিশ্বাসযোগ্যতা নিয়ে এখনও প্রশ্ন আছে। বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকলে আমাকে প্রমাণ করতে হবে।’’ বিস্ফোরক রাজারহাট নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চ্যাটার্জী।