বিশ্বকাপে এবার ইংল্যান্ডের কাছে ধরাশায়ী শাকিবরা
বাংলাদেশ: ১২৪-৯ (মুশফিক ২৯, নাসুম আহমেদ ১৯)
ইংল্যান্ড: ১২৬-২ (জ্যাসন রয় ৬১, ডেভিড মালান ২৮)
ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী
নিউজ ডেস্ক : সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে বাংলাদেশের বিরুদ্ধে পাওয়া এই বিরাট জয় কিছুটা হলেও এগিয়ে দিল ইংল্যান্ডকে । অন্যদিকে, বাংলাদেশ সেমিফাইনালের লড়াইয়ে অনেকটাই পিছিয়ে গেল। পরের ম্যাচে বড় ব্যবধানে না জিতলে টাইগারদের বিশ্বকাপ অভিযান কার্যত শেষ হয়ে যাবে।
সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে বিশ্বকাপ অভিযানে গিয়েছিল বাংলাদেশ। টুর্নামেন্ট শুরুর আগে ঘরের মাঠে পরপর নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসে ফুটছিল বাংলা টাইগাররা। কিন্তু বিশ্বকাপ শুরু হতেই ফের বাংলাদেশ ক্রিকেটের ফুটিফাটা চেহারাটা প্রকাশ্যে চলে এল। বিশ্বকাপের প্রথম পর্বেই অনামী স্কটল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছিল টাইগারদের। সুপার-১২ রাউন্ড শুরু হওয়ার পর দুটি ম্যাচই তাঁদের হারতে হয়েছে। শুধু হারতে হয়েছে তাই নয়, বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে রীতিমতো ধরাশায়ী হয়ে গিয়েছেন শাকিবরা।