প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন
সামান্য কমেছে বর্ষা । কিন্তু প্রবল বৃষ্টির জেরে এখনও স্বাভাবিক হয়নি কালিম্পং-সিকিমের সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ। সূত্রের খবর কয়েক হাজার পর্যটক আটকে রয়েছেন। একাধিক প্রাণহানির খবরও মিলেছে। দেখে নেওয়া যাক এই মুহূর্তে যাতায়াতের কী ব্যবস্থা। ১০ নং জাতীয় সড়ক দিয়ে ভারী যানবাহন একমুখী চলাচল শুরু হতে অন্তত ৪-৫ দিন সময় লাগবে। পর্যটকদের এই মুহূর্তে পাহাড় বেড়ানোর পরিকল্পনা থাকলে তা বাতিল করতেই অনুরোধ করছে প্রশাসন।আপাতত ১০ টনের কম ভারী যানবাহন শিলিগুড়ি ও সিকিমের মধ্যে চলবে এই রুটে- শিলিগুড়ি থেকে সিকিম যেতে হবে সেবক, ডামডিম, গরুবাথান, লাভা, আলগাড়া, ১৭ মেইল, ফটক মংসং, রংপো রুটে।সিকিম থেকে শিলিগুড়ি আসতে হবে রংপো, চিত্রে, কালিম্পং, আলগাড়া, লাভা, গরুবাথান, ডামডিম, সেবক, শিলিগুড়ি রুটে। প্রশাসনের তরফে আটকে থাকা ট্যুরিস্টদের এই রুটেই সমতলে ফেরানো হচ্ছে।