Breaking NewsHeadlinesকলকাতাশহর

ডিসেম্বরেই কলকাতা ও হাওড়ায় পুরভোট !

নিউজ ডেস্ক : উপনির্বাচনের ভোটগণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পুরভোটের তৎপরতা শুরু করে দিল রাজ্য সরকার। সূত্রের খবর সব ঠিক থাকলে, দীপাবলি ও ভ্রাতৃদ্বিতীয়ার পরেই বাংলায় পুরভোটের হতে পারে।

সূত্রের খবর, ফের করোনা সংক্রমণের দাপট না বাড়লে বড়দিনের আগেই, আগামী ১৯ ডিসেম্বর, রবিবার কলকাতার ১৪৪টি ও হাওড়ার ৬৬টি ওয়ার্ডে ভোট করাতে চায় রাজ্য সরকার। দুই কর্পোরেশনের ভোটের ফলপ্রকাশ হবে ২২ ডিসেম্বর, বুধবার। এই মর্মে রাজ্য নির্বাচন কমিশনের কাছে একটি চিঠি পাঠাতে চলেছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর। এবার রাজ্য নির্বাচন কমিশন রাজ্য সরকারের দেওয়া প্রস্তাব খতিয়ে দেখবে। তারপর তাঁরাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।