Headlines

নেহরু যুব কেন্দ্রের উদ্যোগে যোগা অনুশীলন শিবির চলছে

নিজস্ব সংবাদদাতা,বারাসাত : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে সারা দেশের সাথে নেহরু যুব কেন্দ্র (বারাসাত) উত্তর চব্বিশ পরগণার ২২টি ব্লকের ১১০টি গ্রামে আগামী ২১ শে জুন (২১.৬.২০২২) সকাল ৭ টায় যোগা অনুশীলন শিবিরের আয়োজন করা হয়েছে। জেলাস্তরের অনুষ্ঠানটি বারাসাত কাছারি ময়দানে অনুষ্ঠিত হবে। এই যোগা অনুশীলন শিবিরে প্রায় ৫০০জন যুবক যুবতী অংশ নেবে বলে জানালেন নেহরু যুব কেন্দ্রের ডেপুটি ডিরেক্টর দেবকুমার চ্যাটার্জী। গ্রাম স্তরে প্রায় ৭৫০০ জন অংশ নেবে বলে জানা গেছে। সমগ্র অনুষ্ঠানটি সফল করবার জন্য পক্ষকালব্যাপী যোগা অনুশীলন শিবির চলছে।

ভারত সরকারের আয়ূষ মন্ত্রকের লক্ষ্য হল যোগার মাধ্যমে রোগ নিবারণ করা। যোগা প্রশিক্ষণ অনুষ্ঠানটিতে উ: ২৪ পরগণা নেহরু যুব কেন্দ্র (বারাসাত) এর অনুমোদিত সমস্ত ক্লাব ও এলাকার সকল মানুষকে সাদর আমন্ত্রণ জানালেন নেহরু যুব কেন্দ্রের ডেপুটি ডিরেক্টর দেবকুমার চ্যাটার্জী।