Breaking News

বারাসাত নেহেরু যুব কেন্দ্রে উদ্যোগে ‘ হর ঘর তেরঙ্গা ’ অভিযান

নিজস্ব সংবাদদাতা , বারাসাত : নেহেরু যুব কেন্দ্র বারাসাত দ্বারা স্বাধীনতার ৭৫ তম বর্ষ উপলক্ষ্যে আজাদীকা অমৃত মহোৎসব কার্যক্রমের অন্তর্গত সকল গৃহে তিরাঙ্গা পতাকা ‘ হর ঘর তিরঙ্গা ‘ উত্তোলন করার উদ্দেশ্যে উত্তর ২৪ পরগণ‍ার জেলার সকল ২২ টি ব্লকের ক্লাবের যুব সেবকদের মাধ্যমে উৎসাহের সঙ্গে আয়োজন করা হচ্ছে । এই মহত উদ্দেশ্যে সকল নাগরিককে দেশের স্বাধীনতার জন্য সকল অমর শহিদ স্বাধীনতা সংগ্রামীদের কথা স্মরণ করার জন্য আহ্বান করা হচ্ছে । রাষ্ট্রস্তরীয় এই কার্যক্রম সকল রাজ্য , জেলা , ব্লকে , গ্রামে , পাড়ার ও ঘরে – ঘরে আয়োজন করা হবে ।

এই কার্যক্রমে নেহেরু যুব কেন্দ্র , বারাসাত তরফ থেকে দেব কুমার চ্যাটার্জী, উপ পরিচালক বিস্তারিত বিবরণ দেন। আমাদের জীবনে দেশপ্রেম , রাষ্ট্রভক্তির গুরুত্ব কি সেই সম্পর্কে সচেতনতামূলক বার্তা দেওয়া হয় ও যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। প্রদীপ চন্দ্র চক্রবর্তী , এপিএ নেহেরু যুব কেন্দ্র ,বারাসাত পশ্চিমবঙ্গ ( যুব কার্যক্রম এবং ক্রীড়া মন্ত্রক ভারত সরকার ) বলেন , এই কার্যক্রমের মুখ্য উদ্দেশ্য সকল জনগণকে রাষ্ট্রীয়তা সম্পর্কে সচেতন করা । এই কার্যক্রম উত্তর 24 পরগনা জেলার সমস্ত ব্লকে আয়োজন করা হচ্ছে যাতে ১৫ আগস্ট ২০২২ ভারতবর্ষের সকল ঘরে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং সকল নাগরিক স্বাধীনতার মূল্যবোধ বুঝতে পারে। হর ঘর তিরঙ্গা সফল করার জন্য ১ থেকে ১৫ আগস্ট নেহরু যুব কেন্দ্র , বারাসাত অভিযান চালানো হয়েছে। আজাদীকা অমৃত মহোৎসব এর অঙ্গ হিসেবে বর্ষ ২০২২-২৩ এর নেহেরু যুব কেন্দ্রের সকল কার্যক্রমকে সংযুক্ত করা হয়েছে । সকল জনগণকে সকল জাতি,ধর্ম,লিঙ্গ ও দল নির্বিশেষে ১৫ আগস্ট স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করার জন্য এবং নিজের বাড়ির উপর পতাকা উত্তোলন করার জন্য আহ্বান জানান হয়েছিল।