নেহরু যুব কেন্দ্র ও NDRF এর যৌথ উদ্যোগে ডিজাস্টার ম্যানেজমেন্ট ট্রেনিং
অর্পিতা ঘোষ ,কল্যাণী : ভারত সরকারের ক্রীড়া ও যুব মন্ত্রক এর অধীনস্থ নেহরু যুব কেন্দ্র উত্তর ২৪ পরগনা বারাসাত এর উদ্যোগে ও NDRF এর সহযোগিতায় ডিজাস্টার ম্যানেজমেন্ট ট্রেনিং আয়োজিত হল ব্যাটেলিয়ান টু ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এর হরিণঘাটা ক্যাম্পাসে। আজ এই ট্রেনিং প্রোগ্রাম থেকে নেহরু যুব কেন্দ্রের ডিজাস্টার ম্যানেজমেন্টের ট্রেনিংপ্রাপ্ত ভলেন্টিয়ারদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। ৬দিনের এই ট্রেনিং প্রোগ্রামে প্রায় ৪৩ জন নেহরু যুব কেন্দ্র উত্তর ২৪ পরগনার ইউথ ভলেন্টিয়ার্সরা অংশ নেয়।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেহরু যুব কেন্দ্রের ডেপুটি ডিরেক্টর দেব কুমার চ্যাটার্জী,প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট প্রদীপ চন্দ্র চক্রবর্তী,ব্যাটেলিয়ান টু ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এর হরিণঘাটা ক্যাম্পাস Commandant Gurminder Singh, নৈহাটি পৌরসভার কাউন্সিলার গৌর চন্দ্র দাস সহ বিশিষ্টজনেরা। এই ট্রেনিংয়ে প্রত্যেক অতিথিবর্গ ট্রেনিং বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন। এদিনের ট্রেনিংয়ে নেহরু যুব কেন্দ্রের ভলেন্টিয়ার্সদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। সকলের উপস্থিতি ও সহযোগিতায় ট্রেনিংটি সফলতা পায়।