Headlines

৫ থেকে ১২ বছর বয়সি শিশুদের দেওয়া যাবে কোর্বেভ্যাক্স এবং কোভ্যাকসিন, জানাল NTAGI প্যানেল

নিজস্ব সংবাদদাতা : NTAGI-এর স্ট্যান্ডিং টেকনিক্যাল সাব-কমিটি (STSC) ৫ থেকে ১২ বছর বয়সি শিশুদের জন্য COVID-19 ভ্যাকসিন Corbevax এবং Covaxin ব্যবহারের অনুমোদন দিয়েছে। সম্প্রতি আনুষ্ঠানিক ভাবে এই তথ্য জানা গিয়েছে। তবে ভ্যাকসিনেশন কর্মসূচিতে উক্ত ভ্যাকসিনগুলি কবে থেকে যুক্ত বা চালু করা হবে সেই বিষয়ে কোনও সিদ্ধান্ত এখনও হয়নি বলেই জানা গিয়েছে।

জেনে রাখা দরকার গত ১৬ জুন STSC-র একটি সভা অনুষ্ঠিত হয়েছিল। সেখানেই Biological E-এর Corbevax এবং Bharat Biotech-এর Covaxin ডেটা পর্যালোচনা করা হয়েছিল। আর তার পরেই ওই সভায় উপস্থিত সদস্যরা সিদ্ধান্ত নিয়েছেন যে ৫ থেকে ১২ বছর বয়সি শিশুদের মধ্যে এইসব টিকা দেওয়ার জন্য সুপারিশ করা যেতে পারে। তবে একটি সরকারি সূত্র মারফত আবার এও জানা গিয়েছে যে, NTAGI-এর স্ট্যান্ডিং টেকনিক্যাল সাব-কমিটির সদস্যরা নাকি একথাও জানিয়েছেন যে এযাবৎ করোনাভাইরাসের কারণে শিশুমৃত্যুর যে পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে তা ১২ বছরের কম বয়সিদের ক্ষেত্রে টিকাকরণ শুরু করার সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট নয়। NTAGI-এর স্ট্যান্ডিং টেকনিক্যাল সাব-কমিটির পরবর্তী মিটিংয়ে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া বলে শোনা গিয়েছে। ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা চলতি বছর এপ্রিল মাসে ৫ থেকে ১২ বছর বয়সিদের জন্য কোর্বেভ্যাক্স এবং ৬ থেকে ১২ বছর বয়সি শিশুদের জন্য কোভ্যাক্সিন-কে জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।