Headlines

হাসনাবাদ থেকে বিলুপ্তপ্রায় প্রজাতির কালো ভাল্লুক শাবক উদ্ধার

নিজস্ব সংবাদদাতা : হাসনাবাদ এলাকা থেকে কয়েক লক্ষ টাকা মূল্যের দুটি বিলুপ্তপ্রায় প্রজাতির কালো ভাল্লুক শাবক পাচার রুখলো পুলিশ প্রশাসক। 

জেনে রাখা দরকার বসিরহাট সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে বিলুপ্তপ্রায় প্রজাতির ভাল্লুক পাচার হচ্ছিলো, গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্রই অপারেশনে নামেন পুলিশকর্মীরা। বসিরহাট জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ বসিরহাট সীমান্ত এলাকার বিভিন্ন জায়গায় তল্লাসি চালাতে শুরু করে। তাতেও কোনও খোঁজ পাওয়া যায়না। অবশেষে খবর আসে যে, হাসনাবাদের মুরারিশা ঘোষ পাড়া এলাকা দিয়ে ভাল্লুক শাবক পাচার হচ্ছে, সেখানেই সাথে সাথে পুলিশ পৌঁছয়। ভাল্লুক শাবকদুটিকে উদ্ধার করে পুলিশকর্মীরা বসিরহাট বন দফতরের হাতে তুলে দেন বলে পুলিশ সূত্রে খবর। ভাল্লুক শাবকদুটিকে আলিপুর চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয় এবং সেখানকার কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয় এমনটা সূত্রের খবর। এই ভাল্লুক পাচার কাণ্ডের সঙ্গে কোনও আন্তর্জাতিক পাচার চক্রের যোগ রয়েছে কিনা, তা পুলিশ খতিয়ে দেখছে। এই ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করার জন্য তদন্তও ইতিমধ্যে শুরু করেছে পুলিশ।

ছবি – সংগৃহীত।