রাজ্যের মহিলা উদ্যোগীদের অনলাইন ব্যবসার পথ দেখাল ভারতীয় জন সেবা মিশন ।
নিজস্ব সংবাদদাতা , বারাসাত :ইংরাজি ১২ মে ২০২১ রাজ্যের অন্যতম দায়িত্বশীল সমাজসেবী সংগঠন ভারতীয় জন সেবা মিশনের উদ্যোগে অনুষ্ঠিত হল একটি অনলাইন ট্রেনিং প্রোগ্রাম (ওয়েবিনার), ।বিষয় ছিল গুগল বিজনেস লিস্টিং। এই অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে মহিলা কর্মোদ্যোগীদের বিনামূল্যে শেখানো হলো কীভাবে নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানটিকে গুগল বিজনেস এ রেজিস্ট্রেশন করতে হয় ও নিজ উৎপাদিত পণ্য / পরিষেবা অনলাইনে ক্রেতার কাছে তুলে ধরা যায় ।
প্রায় সারা রাজ্য থেকেই মহিলারা এই উদ্যোগে অংশ নেন। গোটা অনুষ্ঠানটি পরিচালনা করেন গুগল সার্টিফায়েড ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও সংস্থার চেয়ারম্যান শিবাজি চট্টোপাধ্যায় ।উদ্যোগীদের শুভেচ্ছা জানান উদ্যোগ বিশেষজ্ঞ বাসুদেব ব্যানার্জী ।শিবাজি বাবু জানান, ভবিষ্যতেও এমন উদ্যোগ আরও নেওয়া হবে ।
করোনা কালীন সময়ে মহিলা উদ্যোগীদের ঘরে বসে অনলাইনে ব্যবসার পদ্ধতি শেখানোর এই সাধু উদ্যোগ ভারতীয় জন সেবা মিশনকে রাজ্যব্যাপী পেশাদার সমাজসেবী সংগঠনের স্থায়ী পরিচিতি দিলো ।