চলে গেলেন প্রখ্যাত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ
নিজস্ব সংবাদদাতা : প্রয়াত হলেন বাংলা কমিকসের প্রবাদপ্রতিম স্রষ্টা নারায়ণ দেবনাথ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। কলকাতার বেলভিউ হাসপাতালে প্রায় ২৫ দিন ধরে তিনি ভর্তি ছিলেন। আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত অসুস্থতার জেরে ২৪ ডিসেম্বর কলকাতার একটি নার্সিংহোমে ভর্তি হন নারায়ণবাবু। বার্ধক্যজনিত অসুস্থতার জন্য তাঁর মৃত্যু হয় এমনটা হাসপাতাল সূত্রে খবর।
‘হাঁদা ভোঁদা’, ‘নন্টে-ফন্টে’ এবং ‘বাঁটুল দি গ্রেটে’র মত বিভিন্ন কালজয়ী কমিকসের স্রষ্টা তিনি। তাঁর ঝুলিতে এসেছে অসংখ্য সম্মান। নার্সিংহোমে শয্যাশায়ী অবস্থাতেই দিনকয়েক আগে নারায়ণ দেবনাথের হাতে তুলে দেওয়া হয় ‘পদ্মশ্রী’সম্মান। ২০০৭ সালে পান রাষ্ট্রপতির বিশেষ পুরস্কার। ২০১৩ সালে ‘বঙ্গ বিভূষণ’ সম্মান পান নারায়ণ দেবনাথ। ওই বছরই পান ‘সাহিত্য অ্যাকাডেমি’। ২০১৫-তে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তাঁকে ‘ডিলিট’ উপাধি দেয়। ২০২১ সালে বর্ষীয়ান কমিক শিল্পীকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করে ভারত সরকার।
কিংবদন্তি শিশু সাহিত্যিক,কমিক শিল্পী নারায়ণ দেবনাথের প্রয়াণে সাহিত্য জগতে শোকের ছায়া নেমে এসেছে।
ছবি – সংগৃহীত।