১৫ নভেম্বর থেকে রাজ্যে বন্ধ স্কুল, কলেজ খোলার প্রস্তুতির নির্দেশ মমতা রবন্দ্যোপাধ্যায়
নিউজ ডেস্ক: করোনার কারণে বহু দিন ধরে রাজ্যে বন্ধ স্কুল, কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। কবে খুলবে স্কুল তা নিয়ে আগ্রহ বাড়ছিল ছাত্র ও অভিভাবক মহলে। সোমবার শিলিগুড়ির উত্তরকন্যা-য় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, পুজো মিটলেই আগামী ১৫ নভেম্বর থেকে রাজ্যে খুলে দেওয়া হবে স্কুল। এর জন্য প্রশাসন ও স্কুল কর্তৃপক্ষকে প্রস্তুতি নিতে হবে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।