মালদায় কৃষিবিলের সমর্থনে পথে নামল বিজেপি
উজ্জল মন্ডল ,মালদা: ভারতীয় জনতা পার্টি ইংরেজবাজার বিধান সভার উদ্যোগে কৃষি বিলের সমর্থনে আজ কৃষি সুরক্ষা পদযাত্রা আয়োজন করা হলো। মালদা শহরের রথবাড়ি এলাকা থেকে এই পদযাত্রা শুরু হয়। তার পূর্বে রথবাড়ি এলাকায় কৃষি বিলের সমর্থনে এক পথসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উত্তর মালদা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু, রাজ্য সহ-সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী, জেলা সভাপতি গোবিন্দ মন্ডল সহ অন্যান্যরা। এদিন ইংরেজবাজার বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মীরা হাতে ঝান্ডা নিয়ে মিছিল করে এসে এই পথ সভায় অংশ নেই। কাঁধে লাগন এবং হাসুয়া নিয়ে এই কৃষি সুরক্ষা পদযাত্রায় অংশ নেন বিজেপি কর্মীরা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তর মালদা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু জানান, কৃষকরা ব্যক্তিগত স্বাধীনতা পেয়েছেন। এখন থেকে কৃষকরা সরাসরি তাদের উৎপাদিত ফসল কোনরকম দালাল ছাড়াই বিক্রি করতে পারবেন। অথচ তৃণমূল কংগ্রেস, কংগ্রেস এবং সিপিএম এর বিরোধিতা করে পথে নামছে। তাই ভারতীয় জনতা পার্টি কৃষকদের প্রতি ঘরে ঘরে গিয়ে কৃষি বিলের সমর্থনে প্রচার চালাবে।