Headlines

মহা শিবরাত্রিতে ভক্তদের জন্য খুললো তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ

নিজস্ব সংবাদদাতা : মহা শিবরাত্রি উপলক্ষ্যে ভক্তদের জন্য খুলে গেলো তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ। শিবের মাথায় জল ঢালতে সকাল থেকে পুণ্যার্থীদের ভিড়।

জেনে রাখা ভালো তারকেশ্বর মন্দির খোলা থাকলেও করোনা আবহের জন্য গর্ভগৃহে ঢোকায় নিষেধ ছিল। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য আজ থেকে সেই নিষেধাজ্ঞা উঠে গেলো। দুধপুকুরে স্নান করে দুধ, জল, ফুল, বেলপাতা, আকন্দের মালা নিয়ে পুজো দিচ্ছেন বাবার কাছে পুণ্যার্থীরা। তারকেশ্বর থানার তরফে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে মন্দিরের নিরাপত্তা ঠিক রাখতে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দমকল ও অ্যাম্বুলেন্স রাখা হয়েছে মন্দির সংলগ্ন এলাকাতে। মন্দির সংলগ্ন দুধপুকুরে রাখা হয়েছে স্পিড বোট। 

সকাল থেকেই  শিবরাত্রীর উপলক্ষ‍্যে গর্ভগৃহে ঢুকে জল ঢালতে ভিড় জমিয়েছেন ভক্তরা। মন্দির সংলগ্ন দুধপুকুরে স্নান করে দুধ, জল, ফুল, বেলপাতা, আকন্দ ফুলের মালা নিয়ে গর্ভগৃহে প্রবেশ করতে সকাল থেকেই লাইনে দাঁড়িয়েছেন ভক্তরা। গর্ভগৃহে ঢুকে পুজো অর্চনা করে শিবলিঙ্গের মাথায় জল ঢেলে খুশি ভক্তরা।