শিক্ষা

মাস্ক পরেই এবার দিতে হবে মাধ্যমিক

নিজস্ব সংবাদদাতা : আগামীকাল থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা ২০২২। করোনা অতিমারির জন্য দুই বছর মাধ্যমিক পরীক্ষা অফলাইনে বন্ধ ছিল। পরীক্ষার্থীদের কোভিড বিধি মেনে মাস্ক পরে পরীক্ষা দিতে হবে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর। মধ্যমিক পরীক্ষা শুরুর আগে থেকেই স্পর্শকাতর এলাকায় বন্ধ থাকবে ইন্টারনেট এমনটা প্রশাসন সূত্রে খবর। পরীক্ষাকেন্দ্রে বসার ক্ষেত্রে থাকবে শারীরিক দূরত্ব। পরীক্ষাকেন্দ্রে কেউ অসুস্থ হলে থাকছে আইসোলেশন রুম। 

জেনে রাখা দরকার করোনার জেরে ২০২১ এ মাধ্যমিক পরীক্ষা হয়নি। দীর্ঘ দু’বছর পর অফলাইনে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। মধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল ১১টা ৪৫ মিনিটে,শেষ হবে দুপুর ৩ ঘটিকায়। প্রশ্নপত্র পড়ার জন্য ১৫ মিনিট সময় বরাদ্দ করা হয়েছে বলে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রের খবর। করোনা আবহে রেকর্ড পরীক্ষার্থীর জেরে এবার পরীক্ষাকেন্দ্রের সংখ্যাও বেড়েছে প্রায় দ্বিগুণ এমনটা সূত্রের খবর। 

ছবি – সংগৃহীত।