Breaking Newsস্বাস্থ্য

কুষ্ঠ সচেতনতায় উ: ২৪ পরগনা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের বিশেষ উদ্যোগ

নিজস্ব সংবাদদাতা: মহাত্মা গান্ধীর মহাপ্রয়াণের ৭৫ তম বার্ষিকীর শ্রদ্ধাবনত-মুহূর্তে স্পর্শ লেপ্রসি সচেতনতা কর্মসূচির অঙ্গ হিসাবে , আজ সর্বপ্রথমে উত্তর ২৪ পরগনার জেলাশাসক এর লিখিত বক্তব্য পাঠের মধ্যে দিয়ে শপথগ্রহণ-পর্ব শুরু হয়। কুষ্ঠ সম্পর্কে অজ্ঞতা দূর করার জন্য বর্ণাঢ্য ট্যাবলো রাস্তায় রাস্তায় মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়া হয়।

দুইজন কুষ্ঠ-আক্রান্ত রোগীকে উপযুক্ত সাহায্য ও সহায়তা প্রদানের পাশাপাশি শীতবস্ত্রও তুলে দেওয়া হয়। উত্তর ২৪ পরগনার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের উদ্যোগে আয়োজিত হয় আজকের এই অনুষ্ঠান।
এদিনের মহতী কার্যক্রমের আবশ্যিক অঙ্গ হিসাবে ৩০ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত ব্লক-ভিত্তিক , পক্ষকালব্যাপী বিদ্যালয়-স্তরের ক্যুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
গ্রাম-পঞ্চায়েত স্তরে একজন করে কুষ্ঠ-আক্রান্ত মানুষকে সংবর্ধনা-জ্ঞাপনের পাশাপাশি তাঁর সঙ্গে নিবিড় মতবিনিময়েরও ব্যবস্থা প্রস্তুত থাকবে ।
এই রোগ-দূরীকরণে সর্বাত্মক প্রচেষ্টার সঙ্গে সঙ্গেই আন্তরিকভাবে অঙ্গীকার ও শপথগ্রহণও করা হবে ।
“আশাকর্মীরাও” প্রত্যেক বাড়িতে প্রত্যেক মানুষের কাছে প্রাসঙ্গিক লিফলেট পৌঁছে দেবেন বলে সূত্রের খবর।