রাজ্যে ফের বাড়ছে কোভিড সংক্রমণ
নিউজ ডেস্ক : রাজ্যে করোনা (Coronavirus) সংক্রমণ নিয়ে সতর্ক স্বাস্থ্যদপ্তর। জোর দেওয়া হচ্ছে রাত্রিকালীন বিধিনিষেধ বা নাইট কারফিউতে। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যদপ্তরের বুলেটিন ভালভাবে লক্ষ্য করলে দেখা যায়, হাওড়া-হুগলি ছাড়াও সংক্রমণ বাড়ছে কলকাতা, মালদহ, নদিয়া, দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, উত্তর দিনাজপুর, পশ্চিম বর্ধমান ও দার্জিলিংয়ে।