Headlines

কলকাতায় শুরু হল বৃষ্টি, শনিবার ইডেন গার্ডেন্সে কোন নিয়মে কেকেআর বনাম গুজরাত ম্যাচ

নিজস্ব প্রতিবেদক : কলকাতায় আজ বৃষ্টির পূর্বাভাস ছিলই। বিকেল থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। সেই বৃষ্টি শুরু হয়ে গেল দুপুর থেকেই। ফলে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কলকাতার ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হয়নি। বৃষ্টি নামায় কোন নিয়মে কেকেআর বনাম গুজরাতের ম্যাচ হবে সেটাই এখন বড় প্রশ্ন।

জেনে রাখা ভালো আজ দুপুর সাড়ে ৩টে থেকে যে ম্যাচ শুরু হবে, তা শেষ করার সর্বোচ্চ সময় সন্ধে ৭.৫০ মিনিট। বৃষ্টির কারণে কত ক্ষণ ম্যাচ বন্ধ থাকবে তার উপর নির্ভর করবে কত ওভারের ম্যাচ হবে। তবে অন্তত পাঁচ ওভারের ম্যাচ আয়োজন করতেই হবে।

আইপিএলের নিয়ম অনুযায়ী, তিন ঘণ্টা ২০ মিনিটের মধ্যে একটি ম্যাচ শেষ করার কথা। এর মধ্যে ইনিংস বিরতি এবং স্ট্র্যাটেজিক টাইম-আউট থাকছে। তবে বৃষ্টি হলে অতিরিক্ত ৬০ মিনিট সময় থাকছে ম্যাচ সম্পূর্ণ ২০ ওভার আয়োজন করার। বৃষ্টি যদি আগে নামে বা ম্যাচের মাঝে নামে এবং তার জন্য খেলা বন্ধ থাকে, তা হলে আম্পায়াররাই ঠিক করবেন নির্ধারিত সময়ের মধ্যে কত ওভারের ম্যাচ আয়োজন করা যায়। কিন্তু ৭.৫০-এর বেশি ম্যাচ চালানো যাবে না। প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে ইডেনে কেমন করে আজ কেকেআর বনাম গুজরাটের ম্যাচ হয় সেটাই এখন দেখার।