কালীপুজোয় ভিড়ের সুনামি বারাসতে, বন্ধ হলো জাতীয় সড়ক
নিজস্ব সংবাদদাতা : কালীপুজোর বারাসাতে মণ্ডপে মণ্ডপে জনজোয়ার। দমবন্ধ ভিড়ের জেরে বন্ধ করে দিতে হল ৩৫ নম্বর জাতীয় সড়কে যান চলাচলও। কালীপুজোর রাতে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল বারাসত। শহর জুড়ে ঠাকুর দেখার ঢল নেমেছিল। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল সেই ছবি। ভিড়ের চাপে যে কোনও সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা থাকলেও প্রশাসনের দাবি, এই ভিড় প্রত্যাশিতই ছিল।
কোভিডের মতো অতিমারির বিধিনিধেষের জেরে গত দু’বছর উৎসবের মরসুম উদ্যাপন করতে পারেনি আমজনতা সেইজন্য এমন জনজোয়ার বারাসাতে এমনটা দাবী সকলের।
বারাসতের কালীপুজোকে ঘিরে কোনও রকম দুর্ঘটনা খবর পাওয়া যায়নি এমনটা সূত্রের খবর।
বারাসাতের মহকুমাশাসক সোমা সাউ বলেন, ‘‘কালীপুজোয় ভিড় হবে, এটা প্রত্যাশিতই ছিল। সে কারণে আগে থেকেই পুলিশ এবং পুরসভা বিভিন্ন মণ্ডপের কর্তাদের সঙ্গে বার বার বৈঠক করেছে যাতে ভিড় নিয়ন্ত্রণ করা যায়। রেললাইন সংলগ্ন যে সমস্ত রাস্তায় আলো কম, সে সব দিকে নজর দেওয়া হয়েছে, যাতে ভিড় হলেও সুষ্টু ভাবে কালীপুজো সম্পন্ন করা যায়।’’