Headlines

জনসংযোগ বৃদ্ধিতে কদম্বগাছি অঞ্চল তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপ

নিজস্ব সংবাদদাতা , কদম্বগাছি : ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখেই জনসংযোগ বৃদ্ধি করতে কদম্বগাছি অঞ্চল তৃণমূল শুরু করলো হোয়াটসঅ্যাপ গ্রুপ। এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে বেশ কিছু জনসংযোগ কর্মসূচী রয়েছে তৃণমূল কংগ্রেসের এমনটা সূত্রের খবর।

তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জীর নির্দেশ রয়েছে মানুষের কাছে আগে পৌঁছাতে হবে সাথে জানতে হবে মানুষের অভাব অভিযোগ ও সুখ দুঃখের কথা। মানুষের পরিষেবা দিতে যেকোনো রকম সমস্যার দ্রুত সমাধান করতে অভিনব উদ্যোগ নিল বারাসাত ব্লক ১ এত অন্তর্গত কদম্বগাছি পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সভাপতি নিজামুল কবীর।

জেনে রাখা দরকার কদম্বগাছি অঞ্চলে রয়েছে ত্রিশটি বুথ। প্রতিটি বুথে মানুষের সাথে যাতে অঞ্চলের সভাপতির যোগাযোগ থাকে সেজন্যই এই হোয়াটসঅ্যাপ গ্রুপটি খোলা হয়েছে বলে জানা গেছে। এই গ্রুপটিতে গোটা অঞ্চলের জনপ্রতিনিধিরা থাকবেন এবং সেই সঙ্গে থাকবেন গ্রামবাসীরা। দলীয় কর্মসূচী থেকে শুরু করে উন্নয়নমূলক নানা রকমের সামাজিক কর্মকাণ্ড এবং কোনো অপ্রীতিকর ঘটনা তুলে ধরা হবে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে।

এলাকার মানুষের সাথে জনসংযোগ বৃদ্ধি করার জন্যই এই হোয়াটসঅ্যাপ গ্রুপের অভিনব প্রকল্প কদম্বগাছি অঞ্চল তৃণমূল কংগ্রেসের। বারাসত ব্লক ১ এর অন্তর্গত কদম্বগাছি অঞ্চল তৃণমূল কংগ্রেস হোয়াটসঅ্যাপ গ্রুপের অভিনব প্রকল্পকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষ।

ছবি – সংগৃহীত ।