Headlines

অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয় পিয়ালির

নিজস্ব সংবাদদাতা : অক্সিজেন ছাড়া এভারেস্ট জয় করলেন চন্দননগরের মেয়ে পিয়ালি বসাক। পিয়ালি সম্ভাব্য ভারতবর্ষের প্রথম মহিলা যিনি অক্সিজেন ছাড়া পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ জয় করলেন।

মে মাসের ৩ তারিখে এভারেস্ট জয়ের জন্য রওনা হয়েছিলেন পিয়ালি। কিছুদিন আগেই ধৌলিগিরি শৃঙ্গ জয় করে এসেছেন পিয়ালি। এর আগে একবার এভারেস্ট জয় করেছেন পিয়ালি এমনটা প্রতিবেশীদের থেকে জানা গেছে।

জেনে রাখা দরকার বছর ৩১এর পিয়ালী চন্দননগর কানাইলাল প্রাথমিক বিদ্যামন্দিরের প্যারা টিচার হিসাবে কর্মরত। পিয়ালি বসাকের বাবা-মা অসুস্থ বলে সূত্রের খবর। এক আর্থিক পরিস্থিতির মধ্যে সব বাধা পেয়িয়ে এভারেস্টের চূড়ায় উঠেছেন পিয়ালি। আজ সকালে পিয়ালির বোন তমালি চন্দননগরের বাড়িতে থাকা মা স্বপ্নার কাছে প্রথম খবরটি দেন। এরপরই উচ্ছ্বাসে ফেটে পরে পিয়ালীর মা। পিয়ালি দেবীর মা এ বিষয়ে জানান আজ সকালেই খবর পেলাম পিয়ালির পিক সামিট হয়ে গিয়েছে। আমাদের ও বারবারই বলতো, চিন্তা করো না। আমার কোনও সমস্যা হয় না। হাই অল্টিচিউস সিকনেস আমার নেই। ফলে বিশাল কিছু চিন্তায় ছিলাম না। পিয়ালি আমার বড় মেয়ে। ছোটবেলা থেকেই ও যা করে তা মন দিয়েই করে।

একাধিক বাঙালি মহিলা এর আগে এভারেস্ট জয় করেছেন। তবে তাঁরা সকলেই অক্সিজেন সাপোর্ট বা সাপ্লিমেন্টারি অক্সিজেন নিয়ে জয় করেছেন। এবার পিয়ালি বসাক সাপ্লিমেন্টারি অক্সিজেন ছাড়াই এভারেস্টের শিখর ছুঁলেন যা সত্যিই প্রশংসনীয়।