Breaking Newsকলকাতালাইফস্টাইলশহরস্বাস্থ্য

প্রায় ১৪ টিউমার অস্ত্রোপচার করে শিরোনামে ফর্টিস মেমোরিয়াল রিসার্চ ইনস্টিটিউট

নিউজ ডেস্ক : পৃথিবীর বৃহত্তম টিউমার অস্ত্রোপচার করে শিরোনামে ফর্টিস মেমোরিয়াল রিসার্চ ইনস্টিটিউট।সূত্রের খবর পঁচিশ বছরের তরতাজা যুবক। দম নিতে পারছিলেন না। ওজন বেড়ে গিয়েছিল মারাত্মক। বুকের সিটি স্ক্যান করতেই ধরা পড়ল রহস্য। গোটা বুক জুড়ে সিংহাকৃতি এক মাংসপিণ্ড। চিকিৎসকরা বলছেন এই টিউমার পৃথিবীর বৃহত্তম। মেডিক্যাল জার্নাল তেমনটাই বলছে। বুক থেকে কেটে দাঁড়িপাল্লায় বসানোর পর যার ওজন ১৩.৮৫ কিলোগ্রাম। প্রতীকী ছবি৷