কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখে মৎস্যজীবী
নিউজ ডেস্ক : যুবকের প্রাণ বাঁচাতে কার্যত বাঘের সঙ্গে লড়াই চালিয়েছিলেন সঙ্গীরা। সূত্রের খবর, কলসদ্বীপে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানায় মৃত্যু হল দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার মৎস্যজীবীর। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।
সূত্রের খবর, মৃত মৎস্যজীবীর নাম শংকর ভক্তা। বয়স ২৩ বছর। পাথরপ্রতিমার পশ্চিম দ্বারকাপুরের বাসিন্দা তিনি। তবে স্ত্রী ও সন্তানকে নিয়ে দীর্ঘদিন ধরেই জি-প্লটে শ্বশুরবাড়িতে থাকতেন শংকর। শুক্রবার শ্যালক উত্তম নায়েক, শ্যালকের স্ত্রী তপতী নায়েক ও প্রতিবেশী জয়ন্তী ভক্তা, হুকুল ভক্তা, সুভাষ ভক্তা ও গুরুবাড়ি ভক্তার সঙ্গে দাসপুর থেকে যন্ত্রচালিত ভটভটি নৌকোয় কলসদ্বীপের উদ্দেশে রওনা দেন শংকর। কাঁকড়া ধরতেই গিয়েছিলেন তাঁরা।