ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জার্সি নম্বর নিয়ে চূড়ান্ত জল্পনা
নিউস ডেস্ক : ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফেরা সুনিশ্চিত হওয়ার পরও জল্পনা চলছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জার্সি নম্বর নিয়ে। সূত্রের খবর, নিয়মের জাঁতাকলে পছন্দের সাত নম্বর জার্সি তিনি পাবেন কিনা তা নিয়ে বিভিন্ন মহলে চর্চা চলছিল। সেই জল্পনাতেই ইতি টেনে এবার আনুষ্ঠানিকভাবে রোনাল্ডোর জার্সি নম্বর জানিয়ে দিল ম্যান ইউ। পুরুষদের ফুটবলে বিশ্বের সবচেয়ে বেশি গোলের মালিককে যা স্বস্তিও দিল।
রোনাল্ডো আসার পর থেকেই সাত নম্বর জার্সি ছেড়ে দিতে রাজি ছিলেন এডিনসন কাভানি। কিন্তু নিয়ম বাধা হয়ে দাঁড়ানোর একটা চিন্তা ছিল। অবশেষে কাভানিকে ২১ নম্বর জার্সি দিয়ে রোনাল্ডোকে CR7 হিসেবেই বিশ্বের সামনে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ক্লাবের ওয়েবসাইটে জানানো হয়েছে, ওল্ড ট্র্যাফোর্ডে প্রত্যাবর্তনে আইকনিক সাত নম্বর শার্টটি পরেই মাঠে নামবেন রোনাল্ডো।