HeadlinesUncategorized

রাজ্যের খাদ্য মন্ত্রীর উপস্থিতিতে ইছাপুর নীলগঞ্জ পঞ্চায়েতের মালিকাপুরে পানীয় জল প্রকল্পের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা : মধ্যমগ্রাম বিধানসভার অন্তর্গত ইছাপুর নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মালিকাপুর অঞ্চলে পানীয় জলের প্রকল্পের অনুষ্ঠানের আজ শুভ উদ্বোধন হলো রাজ্যের খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষের হাত ধরে। এই পানীয় জল প্রকল্পটির জন্য আনুমানিক ব্যয় করা হয়েছে প্রায় ১৫.৬৩ কোটি টাকা। এই পানীয় জল প্রকল্পের মাধ্যমে প্রায় ৫৫ লিটার জল সরবরাহ করা হবে যার মাধ্যমে উপকৃত হবে প্রচুর মানুষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত ব্লক ওয়ান পঞ্চায়েত সমিতির বিডিও সৌগত পাত্র, রাজ্যের খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী, বারাসাত ব্লক ওয়ান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হালিমা বিবি, ইছাপুর নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান নরেন্দ্রনাথ দত্ত সহ অন্যান্য সরকারি আধিকারিকেরা এবং বিশিষ্টজনেরা। সকলের উপস্থিতি ও সহযোগিতায় অনুষ্ঠানটি সফলতা পায়।