Breaking Newsপঞ্চায়েত

বাগদার রামনগর গ্রামে চলছে দেবী দুর্গার আরাধনা

নিমাই চন্দ্র মন্ডল, রামনগর:পুজোর ঢাকে কাঠির সাথে সাথে সেজে উঠেছে গ্রাম বাংলা ।শহর থেকে কোন অংশে পিছিয়ে নেই।
গ্রাম শহর জুড়ে শুধুই পুজো পুজো রব । ঢাকের কাঠি বাজছে মণ্ডপে মণ্ডপে। আনন্দ যজ্ঞে মেতেছে আপামর জনগন। আজ মহা ষষ্ঠী। মাকে দর্শনের জন্য প্যান্ডেলে প্যান্ডেলে উপচে পড়ছে ভিড়।

আজ তুলে ধরবো বাগদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রামনগর গ্রামের ঐতিহ্যবাহী দুর্গা পুজো। দীর্ঘদিন ধরে মহা সমারোহে ও আড়ম্বরের সাথে গ্রামবাসীদের ঐকান্তিক প্রচেষ্টায় বছরের পর বছর হয়ে আসছে দুর্গা পুজো। আজও তার ব্যতিক্রম নেই।

উদ্যোগতারা সবুজের সমারোহ সাজিয়েছে পুরো পুজো প্যান্ডেল। গাছের প্রয়োজনীয়তা কতটা পুজো কমিটি সেটাই মানুষকে বোঝাতে চেয়েছে। একটা গাছ একটা প্রাণ। সেটাই তারা তুলে ধরেছে।

শিল্পীর শৈল্পিক নৈপুণ্য দশভুজা মা দুর্গাকে অপূর্ব সুন্দর ও জীবন্ত করে তুলেছে। উদ্যোক্তারা প্রতিমা ও প্যান্ডেল দেখার আমন্ত্রণ জানাচ্ছেন সকলের উদ্দেশ্যে।