Headlinesস্বাস্থ্য

রাজ্যে উদ্বেগজনক ডেঙ্গি পরিস্থিতি,আক্রান্তের সংখ্যা বাড়ছে

নিজস্ব সংবাদদাতা : উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যে একদিনে আক্রান্ত প্রায় ২৯২ জন। সবথেকে বেশি ডেঙ্গি আক্রান্তের সন্ধান মিলেছে উত্তর ২৪ পরগনায়। আক্রান্তের সংখ্যা ৬০। আক্রান্তের সংখ্যার নিরিখে এরপর রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, জলপাইগুড়ি, হুগলি, হাওড়া ও মুর্শিদাবাদ। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই ডেঙ্গি চিকিৎসার আদর্শ চিকিৎসা বিধি সম্পর্কে সরকারি চিকিৎসকদের ওয়াকিবহাল করা হয়েছে। ব্লাড ব্যাঙ্কগুলিতে প্লেটলেট মজুত রাখার বিষয়টিও নিশ্চিত করার চেষ্টা হচ্ছে বলে সূত্রের খবর।

শুধু কলকাতা ও সংলগ্ন এলাকা নয়, আশপাশের জেলাগুলিতেও থাবা বসিয়েছে মশাবাহিত এই রোগ। এই সময় শিশুদের স্বাস্থ্যের দিকে নজর রাখার পরামর্শ দিচ্ছে। জেনে রাখা দরকার দার্জিলিং, হুগলি, মুর্শিদাবাদ, মালদা ও দুই মেদিনীপুরেও বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। এই আবহে শিশুদের স্বাস্থ্যের দিকে নজর রাখতে পরামর্শ দিচ্ছেন চিকিত্‍সকরা।