Headlines

দার্জিলিঙে তীব্র গরম, কমছে পর্যটকদের সংখ্যা

নিজস্ব সংবাদদাতা : শরৎকালে হাঁসফাঁস করা গরম দার্জিলিং এ। দিনের বেলা ‘হিমের পরশ’ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম দার্জিলিং শহরে। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, প্রায় ৩০ বছরের উষ্ণতার রেকর্ড ভেঙেছে পাহাড়ে। শুধু দার্জিলিংই নয়, কালিম্পং, সিকিমেও একই পরিস্থিতি। চাহিদা বাড়ছে ফ্যান এবং এসির। গত কয়েক দিন ধরে পাহাড়ে সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে। আবহাওয়া দফতর বলছে, ক্রমশ উষ্ণতা বাড়ছে পাহাড়ে। শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি— কোথাও তাপমাত্রা ৩৫ ডিগ্রি তো কোথাও ৩৯ ডিগ্রি সেলসিয়াস। সেপ্টেম্বরের শেষে দিকে পাহাড়ে শীতের আমেজ অনুভূত হয়। কিন্তু শরতে পাহাড়বাসীর মধ্যে শুরু হয়েছে ফ্যান, এসি কেনার ধুম। গরমের কারণে পর্যটকেরাও দুপুরে হোটেলের বাইরে বেরোচ্ছেনই না।

গরমের জন্য পাহাড়ে পর্যটকের সংখ্যাও কমে আসছে। পর্যটন সংস্থাগুলো জানাচ্ছে, এটা পর্যটনের মরসুম নয়। তবু সেপ্টেম্বরে হোটেলগুলিতে ‘বুকিং’ নেহাত কম থাকে না। কিন্তু গরমের কারণে সেই সংখ্যাও তলানিতে পৌঁছেছে।

দার্জিলিং ঘুরতে আসা এক পর্যটক এই প্রসঙ্গে বলেন একটু স্বস্তির কারণে দার্জিলিং এসেছিলাম। কিন্তু গত দু’দিন ধরে এখানে যা গরম, তাতে হোটেলের বাইরে বেরোনো দায় হয়ে দাঁড়িয়েছে। বিকেলের পর ছাড়া আমরা কেউই বাইরে যাচ্ছি না।’’ 

দার্জিলিং তাপমাত্রা আবার কবে আগের মত স্বাভাবিক হবে সেটাই এখন দেখাও।