কলকাতাস্বাস্থ্য

কোভিড টিকা পরীক্ষায় স্বেচ্ছাসেবকের মৃত্যু

বিএনই লাইভ ডেস্ক : অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকার ক্লিনিক্যাল পরীক্ষায় অংশ নেওয়া একজন স্বেচ্ছাসেবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ। যদিও এতে টিকার পরীক্ষা বন্ধ করা হবে না বলে জানা গেছে। অক্সেফোর্ড বিশ্ববিদ্যালয়ও টিকা পরীক্ষা চালিয়ে যাওয়ার পরিকল্পনা নিশ্চিত করে জানিয়েছে।

বিবৃতিতে অক্সফোর্ড বলেছে, বিষয়টি সতর্কভাবে খতিয়ে দেখার পর ক্লিনিক্যাল ট্রায়ালের নিরাপত্তা নিয়ে এখন আর কোনও উদ্বেগ নেই।

তবে অ্যাস্ট্রাজেনেকা এ বিষয়টি নিয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি।

এদিকে ব্রাজিলের ও’গ্লোবো পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ওই স্বেচ্ছাসেবককে পরীক্ষাধীনে থাকা টিকা নয় বরং প্লাসবো (খালি ওষুধ) দেওয়া হয়েছিল।

ব্রাজিলে অ্যাস্ট্রাজেনকা-অক্সেফোর্ডের টিকার তৃতীয় ধাপের ক্লিনিক্যাল পরীক্ষার সমন্বয়ে সহায়তাকারী সাও পাওলো ফেডারেল বিশ্ববিদ্যালয় মারা যাওয়া স্বেচ্ছাসেবক ব্রাজিলের নাগরিক বলে জানালেও তিনি কোথায় থাকতেন তা জানায়নি তারা।

ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ ‘আনভিসা’ টিকা পরীক্ষায় অংশগ্রহণকারীদের চিকিৎসাবিষয়ক গোপনীয়তা বজায় রাখার কথা বলে এ সম্পর্কে বিস্তারিত আর কিছু জানায়নি।