স্বাস্থ্য

করোনায় মৃত শিশুর জন্ম বৃদ্ধির আশঙ্কা

সারা বিশ্বে প্রতিবছর প্রায় ২০ লাখ মৃত শিশুর জন্ম হয়৷ করোনার কারণে এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা ডাব্লিএইচও, ইউনিসেফ ও অন্যান্য সহযোগী সংস্থার৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) জানিয়েছে, গত বছর সারা বিশ্বে জন্ম নেওয়া মৃত শিশুদের চারজনের তিনজনই ছিল সাব সাহারান এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে৷ 

বিশ্বের কোথাও না কোথাও প্রতি ১৬ সেকেন্ডে একজন মা মৃত শিশুর জন্ম দেন৷ তবে গর্ভাবস্থায় নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী মায়ের যত্ন নিলে বেশির ভাগ ক্ষেত্রে মৃত শিশুর জন্ম রোধ করা সম্ভব বলে মনে করেন ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর৷ 

ডাব্লিউএইচওর মতে, প্রসবের সময়ে প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীর সহায়তায় ৪০ ভাগেরও বেশি মৃত শিশুর জন্ম কমানো সম্ভব৷

করোনা মহামারির কারণে বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবার গতি কমেছে৷ ফলে ১১৭টি উন্নয়নশীল দেশে আগামী বছর দুই লাখের বেশি মৃত শিশুর জন্ম হতে পারে বলে হুঁশিয়ার করা হয়েছে রিপোর্টটিতে৷