মধ্যমগ্রামে জনসচেতনতায় ক্রেতা সুরক্ষা দফতর
নিজস্ব সংবাদদাতা,মধ্যমগ্রাম : পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরের উদ্যোগে ও বারাসাত আঞ্চলিক অফিসের ব্যবস্থাপনায় মধ্যমগ্রাম দিকবেড়িয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের দুয়ারে সরকার ক্যাম্পে আজ আয়োজিত হলো ক্রেতাসুরক্ষা সচেতনতামূলক শিবির। এদিন দুয়ারে সরকারে উপস্থিত নাগরিকদের ক্রেতা সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিলি করা হয়। মধ্যমগ্রাম পৌরসভার ১,২ ও ৩ তিন নম্বর ওয়ার্ডবাসীরা ক্রেতা সুরক্ষার এই সচেতনতামূলক শিবিরে গিয়ে নিজেদের নাম এবং ফোন নম্বর নথিভুক্ত করেন এবং লিফলেট সংগ্রহ করেন।
পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরের বারাসাত আঞ্চলিক অফিসের উদ্যোগে জেলা জুড়ে সচেতনতামূলক শিবির চলছে ,আগামী দিনে জনসাধারণকে সচেতন করতে আরও বেশি করে শিবির আয়োজিত হবে এমনটাই দপ্তরের পক্ষ থেকে জানানো হয়।