Headlines

বাল্যবিবাহ রুখতে হাতিয়ার গান

নিজস্ব সংবাদদাতা,ডিজিটাল ডেস্ক : বাল্যবিবাহ রুখতে নতুন পরিকল্পনা নিল রাজ্যের শিশু অধিকার সুরক্ষা আয়োগ। পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ গানের মাধ্যমে বাল্য বিবাহ রোধের বার্তা দিতে চাইছে, এজন্য তৈরি হচ্ছে মিউজিক ভিডিও এমনটাই সূত্রের খবর। গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় এই মিউজিক ভিডিওর শুটিং চলছে বলে জানা গেছে।

সম্প্রতি হুগলী পাণ্ডুয়ার সুলতানিয়া হাইমাদ্রাসায় এই মিউজিক ভিডিওর শুটিংয়ের একটি অংশ হয়েছে। পাণ্ডুয়ার সুলতানিয়া হাইমাদ্রাসা স্কুলের এই অডিও শুটিংয়ে উপস্থিত ছিলেন আয়োগের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী। এই সচেতনতামূলক মিউজিক ভিডিওটির গান গেয়েছেন গায়িকা লোপামুদ্রা মিত্র এমনটা জান‍ গেছে।

করোনা পরিস্থিতিতে বাল্যবিবাহ ও স্কুলছুটের মতো সমস্যাগুলি বেড়েছে সেই জন্যই সচেতনতা দিতে গানকে হাতিয়ার করা হয়েছে বাল্য বিবাহ রোধে এমনটাই জানিয়েছেন আয়োগ কর্তৃপক্ষ।