Breaking NewsHeadlinesকলকাতাশহর

পুজোর আগেই রাজ্যে হতে পারে উপনির্বাচন

নিজস্ব সংবাদদাতা : পুজোর আগেই রাজ্যে হতে পারে উপনির্বাচন আজ নির্বাচন কমিশনের বৈঠকের পর তেমনটাই মনে করছে বিভিন্ন মহল। রাজ্যের শাসক দল তৃণমূলও আশাবাদী। তবে সে ক্ষেত্রে আগামী কয়েক দিনের মধ্যেই ভোটের দিন ক্ষণ ঘোষণা করতে হবে কমিশনকে।জেনে রাখা দরকার পশ্চিমবঙ্গের দু’টি কেন্দ্রে নির্বাচন এবং পাঁচটি কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা। নিয়ম অনুযায়ী, কোনও কেন্দ্রে বিধায়কের মৃত্যু হলে বা ইস্তফা দিলে ছয় মাসের মধ্যে উপনির্বাচন হওয়া বাঞ্ছনীয়। তবে বিশেষ পরিস্থিতিতে তার অন্যথাও হয়েছে অনেক সময়। বাংলার পাঁচটি আসনের ক্ষেত্রে ছয় মাসের ওই সময় সীমা শেষ হচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহে। ভবানীপুরের ক্ষেত্রে ওই সময়সীমা শেষ হবে ২১ নভেম্বর। আবার বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর চার মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে। নিয়ম অনুযায়ী, আর দু’মাসের মধ্যে ওই সব কেন্দ্রে নির্বাচন সেরে ফেলা দরকার। বুধবার উপনির্বাচন সংক্রান্ত বিষয়েই বিভিন্ন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কর্তারা। সেখানে প্রতিটি রাজ্যের কাছে ভোট করার ব্যাপারে মতামত জানতে চাওয়া হয়।এবিষয়ে বাংলার নির্বাচনী আধিকারিকরা জানান, তাঁরা এখনই ভোট করতে প্রস্তুত। সূত্রের খবর, শুধু বাংলা নয় ওই বৈঠকে ১৭টি রাজ্যের মধ্যে বেশির ভাগই দ্রুত ভোট করার পক্ষপাতী। কমিশনে বাংলার আধিকারিকদের বক্তব্য, রাজ্যে অক্টোবর মাসে পুজোর ছুটি রয়েছে। ক্যালেন্ডার অনুযায়ী ১০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে রাজ্য নির্বাচনী দফতরও। তার আগে ছুটি রয়েছে গাঁধী জয়ন্তী ও মহালয়ায়। ফলে ভোট করতে হলে সেপ্টেম্বরেই করা হবে। প্রয়োজনে অক্টোবরের প্রথম সপ্তাহে গণনা করা যেতে পারে এমনটা সূত্রের খবর।সব মিলিয়ে ভোট নিয়ে বুধবার দফায় দফায় কমিশনের বৈঠককে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে রাজ্যের শাসকদল।ছবি – প্রতীকি।