৩১ জানুয়ারি থেকে শুরু হবে সংসদের বাজেট অধিবেশন
নিজস্ব সংবাদদাতা : ৩১ জানুয়ারি সংসদের অধিবেশন শুরু হবে। এবার দুই দফায় হবে সংসদের আসন্ন বাজেট অধিবেশন। প্রথম পর্বের অধিবেশন চলবে ৩১ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্বের অধিবেশন চলবে ১৪ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত সংসদ বিষয়ক মন্ত্রিসভা কমিটি এমনই সুপারিশ করেছে বলে সূত্রের খবর।
করোনার তৃতীয় ঢেউয়ের দাপট চলছে দেশজুড়ে এই পরিস্থিতিতে সংসদের অধিবেশন পরিচালনা যথেষ্ট চ্যালেঞ্জিং। সংসদ অধিবেশনেই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পাশাপাশি অর্থমন্ত্রী রেল বাজেটও পেশ করবেন। আগামী ১ ফেব্রুয়ারি সাধারণ বাজেট পেশ হবে বলে সূত্রের খবর। বাজেট অধিবেশন নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আগামীকাল হতে পারে জানা গেছে।
ছবি – সংগৃহীত।