১২৫ বছরে পা দিলো রামকৃষ্ণ মিশন
নিজস্ব সংবাদদাতা,ডিজিটাল ডেস্ক : ১২৫ বছরে পদার্পণ করলো রামকৃষ্ণ মিশন। ১৮৯৭ সালের ১ মে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা হয়। রামকৃষ্ণ মিশনের মূল মন্দিরে মঙ্গলারতির মাধ্যমে অনুষ্ঠানের শুরু হবে,দিনভর চলবে বিভিন্ন অনুষ্ঠান।
জেনে রাখা ভালো মূল মন্দিরের পাশে এবার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৈদিক মন্ত্রোচ্চারণ দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে বলে জানা গেছে। স্বাগত ভাষণ দেবেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ।
বিকেল ৪ ঘটিকায় দ্বিতীয় পর্বের অনুষ্ঠান আয়োজিত হবে সূত্রের খবর। প্রদীপ জ্বালিয়ে রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর পূর্তি অনুষ্ঠানের সূচনা করবেন প্রেসিডেন্ট মহারাজ স্বামী স্মরণানন্দ। রামকৃষ্ণ মিশনের ১২৫ তম প্রতিষ্ঠা দিবসের বিশেষ অনুষ্ঠান দেখার জন্য সকল ভক্তরা রামকৃষ্ণ মঠে প্রবেশ করতে পারবেন বলে জানা গেছে।
ছবি – সংগৃহীত ।