‘বেল বটম’, মুক্তির দিন ঘোষণা অক্ষয়ের
নিউজ ডেস্ক : ভক্তদের একেবারে নিরাশ করেন না অক্ষয় কুমার । সূত্রের খবর যা কথা দেন তা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেন। হয়তো সে কারণেই তাঁর এত খ্যাতি। সম্প্রতি, প্রিয় অভিনেতার থেকে নতুন ছবির কথা শুনে বেশ খুশি দর্শকেরা।
আজ, টুইটারে নতুন ছবির কথা জানালেন খিলাড়ি কুমার। জানালেন, কবে মুক্তি পাবে স্পাই থ্রিলার ‘বেল বটম’ (Bell Bottom) ছবিটি। এই ছবি নিয়ে বহুবার খবরে এসেছেন নায়ক। কখনও ছবির কাস্ট নির্বাচন তো কখনও শ্যুটিং-সব নিয়েই নানা সময় চর্চায় ছিলেন অক্ষয়। আর এই কারণে দর্শক মহলে ছবি ঘিরে আগ্রহও তৈরি হয়েছে বিস্তর। সম্প্রতি, তিনি জানান জুলাই মাসে মুক্তি পাবে বেল বটম।
নায়ক আজ টুইটে লেখেন, ‘আমি জানি আপনারা বেল বটম ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আজ ছবি মুক্তির তারিখ ঘোষণা করার সুযোগ পেয়ে আমি বেশ খুশি।’ এর তলায় হ্যাশ ট্যাগ দিয়ে লেখেন ‘বেল বটম’ ২৭ জুলাই। সঙ্গে পোস্ট করেন একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, অক্ষয়ের পরনে নীল শ্যুট, নীল ট্রাউজার, সাদা শার্ট ও গলায় টাই। হাতে একটি অ্যাটাচি নিয়ে তিনি হাঁটছেন। তাঁর পিছনে সাজানো নম্বর। হাঁটতে হাঁটতে ২৭ নম্বরে গিয়ে দাঁড়ান। আর তখনও যুম আউটে তাঁর ছবি চলে গিয়ে আসে বেল বটম। এভাবে ছবি মুক্তির দিন ঘোষণা করলেন অক্ষয়। অক্ষয়ের পোস্ট করা এই ভিডিওটি নজর কেড়েছে সকলের। অভিনব পদ্ধতিতে দিন ঘোষণা করে প্রশংসিত হয়েছেন বলিপাড়ায়।